ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্মরণকালের বড় সমাবেশ হবে ময়মনসিংহে: শরীফ আহমেদ 

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
স্মরণকালের বড় সমাবেশ হবে ময়মনসিংহে: শরীফ আহমেদ 

ময়মনসিংহ থেকে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে আগামী শনিবার (১১ মার্চ) ময়মনসিংহে স্মরণকালের বড় সমাবেশ হবে প্রত্যাশা করে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মানুষ ব্যাপক উৎসাহ নিয়ে অপেক্ষা করছে।

শুক্রবার (১০ মার্চ) সন্ধ্যায় নিউজ২৪ টেলিভিশন ও বাংলানিউজকে তিনি এ কথা বলেন।

 

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী, ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সংসদ সদস্য শরীফ আহমেদ বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে এ বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলার মানুষ ব্যাপক উৎসাহ- উদ্দীপনায় জেগেছে। প্রত্যাশা করছি এ বিভাগীয় মহাসমাবেশ স্মরণকালের ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত হবে, ইনশাআল্লাহ।  

তিনি বলেন, আগামীতে জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী ময়মনসিংহ বিভাগের সবাইকে দিকনির্দেশনা দেবেন বলে আমরা বিশ্বাস করি।  

আগামী শনিবার ময়মনসিংহ সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় যোগদানের পাশাপাশি এখন থেকে প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকার আরও শতাধিক উন্নয়নকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, অবকাঠামোসহ বিভিন্ন সেক্টরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের ব্যাপক উন্নয়নে বদলে গেছে গোটা ময়মনসিংহ। ময়মনসিংহকে বিভাগে উন্নীত করার সঙ্গে অভূতপূর্ব উন্নয়নের ছোঁয়ায় এখানকার মানুষের জীবনযাত্রার মান বেড়েছে কয়েকগুণ।

বাংলাদেশ সময়: ২৩৩৫ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমইউএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।