ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘২০৪০ সালের আগেই বাংলাদেশ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
‘২০৪০ সালের আগেই বাংলাদেশ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে’ বাংলাদেশ বিজনেস সামিটের শেষদিনে সংবাদ সম্মলনে এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন | ছবি: জিএম মুজিবুর

ঢাকা: ২০৪০ সালের আগেই বাংলাদেশ ট্রিলিয়ন অর্থনীতির দেশ হবে। বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ট সুবিধা, প্রবাসী আয়, দক্ষ জনশক্তি, পদ্মা সেতু, মেট্রোরেলের মতো বড় বড় অবকাঠামো ও অভ্যন্তরীণ ভোক্তাবাজারের সুবিধা বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাবে।

এমন মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ ফেডারেশন অব কমার্স অ্যান্ড ইন্ডাট্রিজের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন।

সোমবার (১৩ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের শেষদিনে সংবাদ সম্মলনে এ কথা বলেন তিনি।

এফবিসিসিআই সভাপতি বলেন, ৫০ বছরে বাংলাদেশে ১৭ কোটি মানুষের ভোক্তাবাজার হয়েছে, দক্ষ জনশক্ষি হয়েছে। বিপুল এই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য অর্থনৈতিক জোন হচ্ছে, অবকাঠামো হয়েছে। ৯০ বিলিয়নের জিডিপি থেকে ৪৭০ বিলিয়নের জিডিপি হয়েছে। যে সব বৃহৎ প্রকল্প বাস্তবায়ন হয়েছে, এর মধ্য দিয়ে নতুন সক্ষমতা তৈরি হয়েছে, যা বিদেশি বিনিয়োগের নতুন দিগন্ত উন্মচিত হয়েছে।

তিনি বলেন, তিনদিনের বিজনেস সামিটে বিভিন্ন দেশের মন্ত্রী, ব্যবসায়ী নেতা, বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী, বিনিয়োকারীর আগ্রহ দেখে মনে হয়েছে বাংলাদেশ ট্রিলিয়ন অর্থনীতির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে।

বিজনেস সামিটে অংশগ্রহণের জন্য বিপুলসংখ্যক বিদেশি প্রথমবারের মতো অর্থ ব্যয় করে রেজিস্ট্রেশন, বিদেশি মন্ত্রী-বিনিয়োগকারীর উপস্থিতি ও বিভিন্ন সেশনে অংশগ্রহণ আয়োজনকে সার্থক করেছে, বলেন এফবিসিসিআই সভাপতি।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে জসিম উদ্দিন বলেন, আমরা যারা আজ সফল উদোক্তা, ৫০ বছরের বাংলাদেশে জিরো থেকে হিরো হয়েছি। এই স্পিরিট থেকে আমরা ট্রিলিয়ন ডলারের দেশ হবো।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ১৩ মার্চ, ২০২৩
 জেডএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।