পিরোজপুর: জেলার কাউখালীতে নিখোঁজের তিনদিন পর মো. হাসান (১০) নামের এক শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে তার মরদেহটি উপজেলার অশোয়া-আমড়াঝুড়ি ফেরিঘাট এলাকা থেকে
উদ্ধার করা হয়।
শিশুটি তার খালার বাড়ি কাউখালীতে বেড়াতে এসেছিল। তার পৈত্রিক নিবাস নোয়াখালী জেলায়। তার বাবার নাম শাহাবুদ্দিন। সে তার পরিবারের সঙ্গে ঢাকায় থাকতো।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (১১ মার্চ) দুপুরে উপজেলার আমড়াজুড়ি ইউনিয়নের গন্ধর্ব্য আশ্রয়ণ এলাকার বাসিন্দা জালাল তালুকদারের ভায়রার ছেলে হাসানসহ ৩/৪ জন শিশু সন্ধ্যা নদীতে গোসল করতে নেমে খেলাধুলা করছিল। এ সময় হঠাৎ করে হাসান পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অন্য শিশুদের কান্নাকাটিতে আশপাশের লোকজন এসে স্থানীয় ডুবুরি দিয়ে খোঁজাখুঁজি করেন। হাসানের সন্ধান না পেয়ে পরে কাউখালী ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
কাউখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. ইমরান হোসেন জানান, গত শনিবার (১১ মার্চ) নিখোঁজের পর ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও তাকে পাওয়া যায় নি। তবে সোমবার (১৩ মার্চ) সকালে তার মরদেহটি ভাসমান অবস্থায় পাওয়া যায়।
এ বিষয়ে কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া হোসেন জানান, সকালে স্থানীয়রা একটি শিশুর মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। আর ওই মরদেহটি নিখোঁজ শিশু হাসানের বলে নিশ্চিত হওয়া গেছে।
বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৩
এসআইএ