ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পীরগাছায় কলা বাগানে পড়েছিল গলাকাটা মরদেহ

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
পীরগাছায় কলা বাগানে পড়েছিল গলাকাটা মরদেহ

রংপুর: রংপুরের পীরগাছায় কলাবাগান থেকে শের আলী (৫৫) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ মার্চ) দুপুরে উপজেলার ব্রাহ্মণীকুণ্ডা বাজার সংলগ্ন পূর্বপাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত শের আলী (৫৫) ওই এলাকার মৃত্যু মানিক উল্ল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সকালে ব্রাহ্মণীকুণ্ডা বাজারের পূর্বপাশের একটি কলা ক্ষেতে গলাকাটা অবস্থায় শের আলীর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের পরিবারের দাবী জমিজমা সংক্রান্ত জেরে তাকে গলাকেটে হত্যার পর কলা বাগানে রেখে যায় প্রতিপক্ষের লোকজন।

রংপুরের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান বলেন, ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।