ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীদের ১০ গ্রেডে উন্নতির দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারীদের ১০ গ্রেডে উন্নতির দাবি

খুলনা: জেলায় পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের রেজি: নম্বর ২২১৫ এর বিভাগীয় সম্মেলনে মাঠ সহকারীদের দশম গ্রেডে উন্নতির দাবি তোলা হয়েছে।

শনিবার (১৮ মার্চ) বিকেলে মহানগরীর ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি তুলেছেন নেতারা।

এ সময় নেতারা বলেন, বর্তমানে তারা ১৪ গ্রেডে বেতন পাচ্ছেন। তারা ১৪ গ্রেড থেকে ১০ গ্রেডে উন্নতির জন্য বিভিন্ন সময় দাবি তুলেছেন। এ প্রেক্ষিতে ব্যাংক কর্তৃপক্ষ তাদের আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হচ্ছে না। তারা অবিলম্বে তাদের দাবি বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করেন।

পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের খুলনা শাখার সাংগঠনিক সম্পাদক এস এম সাঈদুজ্জামানের সঞ্চালনায় ও খুলনা শাখার সভাপতি গৌতম কুমার মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সভাপতি মো. এনামুল হক।

সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পল্লী সঞ্চয় ব্যাংক কর্মচারী সংসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোবেল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. বেলায়েত হোসেন, আইন বিষয়ক সম্পাদক রিয়াজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হোসাইন আলী, সদস্য হাবিবুর রহমানসহ খুলনা বিভাগের ১০ জেলা থেকে আগত নেতারা।

সম্মেলন শেষে দ্বিতীয় অধিবেশনে ১০ জেলার সাংগঠনিক কমিটি ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এমআরএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।