ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেপরোয়া গতির কারণেই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা: পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বেপরোয়া গতির কারণেই এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা: পুলিশ

মাদারীপুর: শিবচরের কুতুবপুরে দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম। এসময় তিনি জানিয়েছেন, বেপরোয়া গতিতে চালানোর কারণেই বাসটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে নিচে পড়ে যায়।

পুলিশ সুপার বলেন, সকালে ইমাদ পরিবহনের বাসটি ঢাকা যাচ্ছিল। এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় পৌঁছালে চালক বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে বাসটি এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে নিচে পড়ে যায়।

নিহতের সংখ্যা তুলে ধরে তিনি বলেন, এই দুর্ঘটনায় শুধুমাত্র শিবচরেই ১৭ জনের মৃত্যু হয়েছে। আহতদের উদ্ধার করে শিবচর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সুপার মাসুদ আলম আরও বলেন, বাসচালকের বেপরোয়া গতিই এ দুর্ঘটনার জন্য দায়ী। দুর্ঘটনাকবলিত বাসটি সরাতে ঘটনাস্থলে কাজ করছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ইমাদ পরিবহনের যাত্রীবাহী বাস খাদে পড়ে আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

এ বিষয়ে ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ বলেন, এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস খাদে পড়ার ঘটনায় আহত ছয়জনকে প্রথমে অ্যাম্বুলেন্সে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়। দুজনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে পরে এসেছেন বলে জানা গেছে।

রোববার (১৯ মার্চ) সকালে ঘটা দুর্ঘটনায় এই দুজন নিয়ে মোট ১৯ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১৩০২৩ ঘণ্টা, মার্চ ১৯,২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।