ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে ৩ ব্যক্তির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
টাঙ্গাইলে ৩ ব্যক্তির জরিমানা

টাঙ্গাইল: দালালির মাধ্যমে রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে টাঙ্গাইলে এক ব্যক্তিকে বিনাশ্রম কারাদণ্ড ও দুই ব্যক্তিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১৯ মার্চ) দুপুরের দিকে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়।

নেতৃত্ব দেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

সাজাপ্রাপ্তরা হচ্ছেন- জেলা শহরের সাবালিয়া এলাকার বাদশা মিয়ার ছেলে মো. আসলাম (১৯) ও নাজমুল হক বিপুলের ছেলে মো. মিরাজ (২২) এবং কালিহাতী উপজেলার তুকা গ্রামের মো. শহীদ আলীর ছেলে মো. শাহেদ (২৬)।

ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন বাংলানিউজকে জানান, জেলারেল হাসপাতালে দালালির মাধ্যমে রোগী ও রোগীর স্বজনদের হয়রানির অভিযোগে আসলামকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মিরাজ ও শাহেদকে পাঁচ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।