ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

গবাদি পশুর জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
গবাদি পশুর জন্য আশ্রয় কেন্দ্র নির্মাণের দাবি

বাগেরহাট: উপকূলীয় জেলা বাগেরহাট দেশের অন্যতম দুর্যোগ প্রবণ এলাকা। প্রতিবছরই এখানে ঝড় জলোচ্ছাসসহ নানা দুর্যোগ হানা দেয়।

দুর্যোগের সঙ্গে বসবাস এ জেলার মানুষের। ঝড় জলচ্ছাসের পূর্বাভাসে আশ্রয় কেন্দ্রে যায় মানুষ। কিন্তু অনেক দরিদ্র মানুষ গবাদি পশু ও হাস মুরগি বাড়িতে রেখে আশ্রয় কেন্দ্রে যেতে চায় না। এই কারণে গবাদি পশুও মারা যায়, আবার গবাদি পশু পাহাড়ার জন্য যে মালিক থাকেন তিনিও মারা যায়।  

এজন্য দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে নোয়াখালির হাতিয়ায় নির্মিত মুজিব কেল্লার আদলে গবাদিপশুর জন্য আশ্রয়ণ কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাগেরহাট শহরের রেডি অডিটোরিয়ামে অনুষ্ঠিত আসন্ন ঘূর্নিঝড় মৌসুমে করণীয় বিষয়ে প্রস্তুতি সভায় বক্তারা এসব কথা বলেন।

সাপোর্টিং কেয়ার বাংলাদেশের বাংলাদেশ র‌্যাপিড নিড এ্যাসেসমেন্ট প্রকল্পের সহযোগিতায় রুপান্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, বাগেরহাট জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মাসুদুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সালেহা পারভীন,  বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি নিহার রঞ্জন সাহা, সাবেক সভাপতি বাবুল সরদার, রুপান্তরের অ্যাডভোকেসি কো-অর্ডিনেটর তছলিম আহমেদ টংকার প্রমুখ।

বক্তারা আরও বলেন, বাগেরহাটের কিছু কিছু উপজেলায় ধানি জমিতে চিংড়ি চাষের জন্য লবন পানি প্রবেশ করিয়ে ধান নষ্ট করা হচ্ছে। এটা বন্ধ করতে হবে। কোনোভাবেই গরীব কৃষকদের ভাত নষ্ট করা যাবে।

বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।