ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চারঘাটে অস্ত্র-গুলিসহ আটক ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
চারঘাটে অস্ত্র-গুলিসহ আটক ১

রাজশাহী: রাজশাহীর চারঘাট উপজেলার মৌগাছি গ্রামে অভিযান চালিয়ে পিস্তল, দুটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড তাজা গুলিসহ জান মাহমুদ (৫০) নামে এক অস্ত্র ব্যবসায়িকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫)। যদিও তিনি নিজেকে ব্যাংকের সিকিউরিটি গার্ড হিসেবে পরিচয় দিতেন।

রোববার (২৬ মার্চ) সকালে র‍্যাব এ অভিযান পরিচালনা করে।

জান মাহমুদ উপজেলার চামটা গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে।

র‍্যাব-৫ এর কোম্পানি কমান্ডার মেজর নাজমুস সাকিব দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোববার সকালে র‌্যাব-৫ সদর দপ্তর কোম্পানির একটি অভিযানিক দল মৌগাছি গ্রামে অভিযান চালায়। এ সময় পিস্তল, দুটি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলিসহ জান মাহমুদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‍্যাব-৫ এর সদর দপ্তরে আনা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অবৈধ অস্ত্র কেনাবেচার কথা স্বীকার করেছেন। দুপুরে তাকে চারঘাট থানায় সোপর্দ করা হয়েছে। তার নামে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান র‍্যাবের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মার্চ ২৬, ২০২৩
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।