ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
খুলনায় পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

খুলনা: খুলনার তেরখাদা উপজেলায় পুকুরের পানিতে ডুবে শাহরিয়ার সিকদার (৭) ও শায়েন সিকদার (৪) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।  

সোমবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার হাড়িখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, হাড়িখালী গ্রামের সরফরাজ সিকদার ওরফে ফরহাদ শিকদারের দুই ছেলে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। কিছু সময় পরে তাদের না দেখে পরিবারের লোকজন খোঁজাখুজি শুরু করে। পরে দুজনকে পুকুরের পানিতে ভাসতে দেখে যায়। এ সময় তাদের উদ্ধার করে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহরুল আলম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
এমআরএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।