ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মামুন হত্যার তদন্ত প্রতিবেদন চাইল মানবাধিকার কমিশন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪০ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
মামুন হত্যার তদন্ত প্রতিবেদন চাইল মানবাধিকার কমিশন

ঢাকা: ঢাকা শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগের সুষ্ঠুভাবে তদন্ত করে প্রতিবেদন দিতে ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার (২৭ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে কমিশন।



এতে বলা হয়, গত ২৬ মার্চ গণমাধ্যমে ‘ঢাকা শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা’ শিরোনামে প্রকাশিত সংবাদ প্রতিবেদনের প্রতি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়েছে।  

প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীর শিশু হাসপাতাল চত্বরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহত মো. মামুন পল্লবী এলাকার চা দোকানদার ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।  

নিহতের ভাই মাসুদ রানা জানান, সকাল সাড়ে ১১টার দিকে মামুনের স্ত্রী, মেয়ে ও মাকে নিয়ে শ্যামলী যান।  

তিনি বলেন, বিকেলে তার ভাই সবাইকে বাসে তুলে দিয়ে হাসপাতাল এলাকায় যান প্রতিবেশী নুরুজ্জামানের অসুস্থ মেয়েকে দেখতে। হাসপাতালে ঢোকার সময় আনসার সদস্যদের সঙ্গে তার বাগ-বিতণ্ডা হয়। একপর্যায়ে তার ভাই এক আনসার সদস্যের গায়ে হাত দেন। পরে আনসাররা ‘চোর’ বলে চিৎকার করলে সেখানে কয়েকজন অ্যাম্বুলেন্সচালক আসেন এবং তারা তার ভাইকে পিটিয়ে হত্যা করেন।

এদিকে শিশু হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, তারা জানতে পেরেছেন যে হাসপাতাল থেকে একটি সাইকেল চুরির সময় উপস্থিত জনতা ওই লোককে মারধর করে। নিহত মামুনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, হাসপাতালের মতো জায়গায় চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্তপূর্বক কমিশনে প্রতিবেদন পাঠাতে পুলিশ কমিশনার, ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) বলা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০২৩
ইএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।