ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৬ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় ব্যাংক কর্মকর্তার মৃত্যু

নীলফামারী: জেলার কিশোরগঞ্জ-টেংগনমারী সড়কে মাদরাসার প্রাচীরের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে আশরাফুল ইসলাম সোহেল (৩৮) নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ মার্চ) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের মন্থনা এলাকার হাফিজিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সোহেল সদর ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের মরহুম শিক্ষক মোফাজ্জল হোসেনের দ্বিতীয় ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, ন্যাশনাল ব্যাংকে কর্মরত সোহেল সোমবার সকালে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে মাদরাসার প্রাচীরের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় তিনি গুরুতর আহত হন। তাকে তাৎক্ষনিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে বিকেলে তার মৃত্যু হয়।  

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজীব কুমার রায় দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।