ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

৫ কেজি বিদেশি রূপাসহ চোরাকারবারি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
৫ কেজি বিদেশি রূপাসহ চোরাকারবারি গ্রেফতার

ঢাকা: রাজধানীর কাপ্তান বাজার এলাকা থেকে পাঁচ কেজি ৪৯০ গ্রাম বিদেশি রূপাসহ উজ্জ্বল চন্দ্র সরকার নামে এক চোরাচালানকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩০ মার্চ) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, কাপ্তান বাজার এরশাদ মার্কেটের সামনে একজন চোরাচালানকারী বিদেশি রূপা বিক্রির জন্য অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে উজ্জ্বলকে রূপাসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার উজ্জ্বলের বিরুদ্ধে ওয়ারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।