ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

ডেমরায় নারীর মৃত্যু, স্বামী-শাশুড়ির দাবি আত্মহত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
ডেমরায় নারীর মৃত্যু, স্বামী-শাশুড়ির দাবি আত্মহত্যা

ঢাকা: রাজধানী ডেমরার সারুলিয়া এলাকায় দুই সন্তানের জননী ঝুমা আক্তার (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। হাসপাতালে এমন দাবি করেন স্বামী ট্রাক চালক শাকিল।

সোমবার (৩ এপ্রিল) বিকেল পাঁচটার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা পরে ঝুমাকে মৃত ঘোষণা করেন।

জানা যায়, ডেমরা সারুলিয়া পূর্ব বক্সনগর এলাকায় স্বামী, দুই সন্তান ও শাশুড়ি সাহারা খাতুনের সঙ্গে থাকতেন ঝুমা।

হাসপাতালে তার স্বামী শাকিল জানান, গত দুইদিন আগেও পারিবারিক নানা কারণে তার স্ত্রী ৪৭টা ঘুমের ট্যাবলেট খেয়েছিল। পরে হাসপাতাল থেকে তাকে চিকিৎসার পর সুস্থ হয়েছে। আজকে বাসায় সবার অগোচরে তার রুমে গলায় ফাঁস দেয় সে। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়।

হাসপাতালে ঝুমার শাশুড়ি জানান, ছেলের বউ খুব রাগী ছিল। রাগের বসেই সে আত্মহত্যা করেছে। সাত বছর আগে ঝুমার সঙ্গে তার ছেলের বিয়ে হয়। ঝুমা এক ছেলে ও মেয়ের জননী।

ঢাকা মেডিকেল হাসপাতালে পুলিশ ক্যাম্পের প্রধান (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, মৃতদেহ আইন অনুযায়ী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, এপ্রিল ৩, ২০২৩
এজেডএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।