ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

শুরু হলো সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশন

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ৬, ২০২৩
শুরু হলো সংসদের সুবর্ণজয়ন্তীর বিশেষ অধিবেশন

ঢাকা: সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার (৬ এপ্রিল) শুরু হয়েছে জাতীয় সংসদের বিশেষ অধিবেশন। এটি একাদশ সংসদের ২২তম অধিবেশন।

এ অধিবেশনে রাষ্ট্রপতি ভাষণ দেবেন।

আজ সকাল ১১টায় সংসদ ভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

এর আগে সকাল ১০টায় অনুষ্ঠিত হয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক।

এ অধিবেশনের দ্বিতীয় দিন শুক্রবার (৭ এপ্রিল) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্মারক বক্তৃতা দেবেন।

জাতীয় সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিদায়ী রাষ্ট্রপতি আবদুল হামিদের এটিই হতে পারে সংসদের শেষ ভাষণ।

আগামী ২৩ এপ্রিল রাষ্ট্রপতি আবদুল হামিদের দুই মেয়াদে রাষ্ট্রপতির দায়িত্বকাল সম্পন্ন হবে।

রাষ্ট্রপতির এ ভাষণের পরদিন শনিবার (৮ এপ্রিল) সকালে আবারও শুরু হবে সংসদের বৈঠক।  

ওই বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৪৭ বিধিতে সাধারণ প্রস্তাব তুলবেন বলে জানা গেছে।

এরপর তিনি ওই প্রস্তাব সাধারণের ওপর আলোচনা করবেন। পরে দুই দিনব্যাপী সাধারণ প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা বক্তব্য রাখবেন। এরপর সংসদে প্রস্তাবটি নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।