চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বহরিয়া বাজার এলাকা থেকে একটি পিকআপভ্যান ও কাভার্ডভ্যান থেকে ৬০০ কেজি (১৫ মণ) জাটকা জব্দ করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে পাঁচজনকে।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) ভোরের দিকে জাটকাগুলোসহ তাদের আটক করা হয়।
বিকেলে থানা প্রাঙ্গণে জব্দকৃত জাটকাগুলো চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ও সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে ১১টি এতিমখানা ও চার শতাধিক গরিব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ওসি মুহাম্মদ আব্দুর রশিদ জানান, ভোরে উপ-পরিদর্শক (এসআই) আকরামের নেতৃত্বে সহকারি উপ-পরিদর্শক (এএসআই) জানে আলম এবং জসিমসহ সঙ্গীয় ফোর্স বহরিয়া বাজার রাস্তা থেকে ড্রামে থাকা জাটকাসহ পিকআপভ্যান ও কাভার্ডভ্যান জব্দ এবং সঙ্গে থাকা পাঁচ ব্যক্তিকে আটক করেন।
আটকরা হলেন- চাঁদপুর সদরের মো. শহীদ হাওলাদার (৪০), মো. হাবিব (৩০), মো. হানিফ (২৬), মো. ইমান মিজি (৩৩) ও ঠাঁকুগাঁও জেলার মো. সবুজ (২৪)।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য আইনে চাঁদপুর সদর মডেল থানায় নিয়মিত মামলা হয়েছে। আটকদের আদালতে পাঠানো হয়েছে। পিকআপভ্যান ও কাভার্ডভ্যান থানা হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, এপ্রিল ০৬, ২০২৩
এসআরএস