ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

রোগীর মৃত্যু: নার্সকে থাপ্পড়ের জেরে স্বজনদের মারধরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
রোগীর মৃত্যু: নার্সকে থাপ্পড়ের জেরে স্বজনদের মারধরের অভিযোগ ফাইল ছবি

ফরিদপুর: জেলার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এক নার্সকে চড় মারার জেরে রোগীর স্বজনদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠেছে।

এ সময় নিহতের মরদেহও আটকে রাখা হয় বলে অভিযোগ স্বজনদের।

রোগীর স্বজনরা জানায়, গত ৩ এপ্রিল রাতে মাগুরার শ্রীপুর এলাকার আনোয়ারা বেগম নামের এক নারীকে হৃদরোগে আক্রান্ত হওয়ায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সিসিইউতে থাকা ওই রোগী বৃহস্পতিবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ, ওষুধের ভুল প্রয়োগে মৃত্যু হয়েছে তার।

নিহতের ছেলের বউ সোনিয়া বলেন, রোগীর মৃত্যু নিয়ে কর্তব্যরত নার্সের সঙ্গে কথা কাটাকাটি হয় তাদের। একপর্যায়ে তার ভাই এক নার্সকে চড় মারেন। এতে কর্তব্যরত নার্সরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে তাদের সঙ্গে ইন্টার্নি চিকিৎসকেরা যোগ দিয়ে নিহতের ছেলে ও মেয়েকে একটি কক্ষের মধ্যে আটকে রেখে মারপিট করেন।  

খবর পেয়ে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার ও কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিলসহ পুলিশের কয়েকটি টিম উপস্থিত হন। পরে দুই পক্ষের মধ্যে সমঝোতা করিয়ে রাত সাড়ে ১২টায় আটক স্বজনদের উদ্ধার করেন এবং স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেন।

অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার জানান, উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। কারও কোনো অভিযোগ না থাকায় মামলা হয়নি। তবে মরদেহ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি বলে জানান তিনি।  

এ বিষয়ে মেডিকেল কর্তৃপক্ষের কেউ কোনো ধরনের কথা বলতে চাননি। ঘটনার সময় স্থানীয় সংবাদকর্মীরা সেখানে উপস্থিত হলেও ভিডিও ধারণ করার চেষ্টা করলে ইন্টার্নি চিকিৎসকেরা বাঁধা দেন।

বাংলাদেশ সময়: ১১২২ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।