ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ছুটির দিনে ফুটপাতে কেনাকাটায় ভিড় 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৭, ২০২৩
ছুটির দিনে ফুটপাতে কেনাকাটায় ভিড় 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ঈদ সামনে রেখে নিজের ও পরিবারের জন্য কেনাকাটা করতে ছুটির দিনে ফুটপাতে অস্থায়ী দোকানগুলোতে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। এছাড়া মার্কেটগুলোতেও এদিন বেশ ভিড় দেখা যায়।

শুক্রবার (৭ এপ্রিল) শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাত, মিশনপাড়া হকার্স মার্কেট, কালির বাজারের ফ্রেন্ডস মার্কেট, শহরের সমবায় মার্কেটসহ বিভিন্ন মার্কেট ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, মার্কেটগুলোতে ভিড় করছেন সব বয়সের ক্রেতারা। এদিন বিক্রি বেশি বলে বিক্রেতারাও খুশি। এর মধ্যে মধ্য ও নিম্ন আয়ের মানুষদের ছুটির দিনে ঈদের কেনাকাটা করতে ফুটপাতের অস্থায়ী দোকানগুলোতে ভিড় করতে দেখা যায়।  

শহরের বিবি রোডের পাশের লুৎফা টাওয়ারের গলিতে অস্থায়ী দোকানি ওয়ালিউল্লাহ জানান, আজ ছুটির দিনে ক্রেতারা আসছেন বিক্রি বেড়েছে। এখন ঈদ ঈদ মনে হচ্ছে। আসলে এ রমজানের বিক্রিটা আমাদের সিজনের বিক্রি। এটা আমাদের পুরো বছরের আয়ের মতো।

পোশাক কিনতে আসা খানপুরের বাসিন্দা ওয়াহিদ জানান, ঈদকে সামনে রেখে নিজের ও গ্রামে থাকা পরিবারের সবার জন্য নতুন জামা কাপড় কিনতে এসেছি। দাম একটু বেশি মনে হচ্ছে। তবুও পরিবারের জন্য কিনতে তো হবেই। যেখানে দুটি কিনতাম সেখানে হয়তো একটি কিনবো।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০২৩
এমআরপি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।