ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

নাশকতা মামলায় রামপাল বিএনপির ২ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৩
নাশকতা মামলায় রামপাল বিএনপির ২ নেতা গ্রেপ্তার

বাগেরহাট: জেলার রামপাল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও সাবেক দপ্তর সম্পাদক কাজী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৮ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করেছে ফকিরহাট থানা পুলিশ।

এরআগে, ফকিরহাট থানায় ২০২০ সালের ৯ ডিসেম্বর করা একটি নাশকতা মামলায় শুক্রবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

ফকিরহাট থানার ওসি (তদন্ত) স্বপন কুমার রায় বলেন, নাশকতা মামলায় মোস্তফা কামাল পাটোয়ারী হালিম ও কাজী জাহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

এদিকে অহেতুক নিরপরাধ নেতাকর্মীদের একের পর এক গ্রেপ্তারের নিন্দা জানিয়েছে জেলা বিএনপি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।