ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন ছবি: বাংলানিউজ

ঢাকা: খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা এসোসিয়েশনের উদ্যোগে আলহাজ্ব মো. শাহজাহান কবির বীর প্রতীকের লেখা ‘খেতাব প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া।  

রোববার (৯ এপ্রিল) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের হলরুমে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

 

ক্যাপ্টেন শাহাব উদ্দিন আহমেদ বীর উত্তম-এর সভাপতিত্বে উক্ত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কোয়ার্ডন লিডার লিয়াকত আলী খান বীর উত্তম।  

মুক্তিযুদ্ধের সবচেয়ে দুর্লভ কাজটি ‘খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা’ বইটির মাধ্যমে তুলে ধরার জন্য শাহজাহান কবির বীর প্রতীককে অশেষ ধন্যবাদ জানান খাজা মিয়া। এ সময় তিনি ভবিষ্যতে এ ধরনের গবেষণামূলক কাজ করে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান।  

বিশেষ অতিথি হিসেবে লিয়াকত আলী খান বীর উত্তম মহান মুক্তিযুদ্ধের এই ধরনের গবেষণামূলক কাজের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরার জন্য সব লেখকদের প্রতি আহ্বান জানান।  

অনুষ্ঠানে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন মেজর আশরাফ উদ্দিন বীর প্রতীক, গোলাম আজাদ বীর প্রতীক, মাহবুব এলাহী রঞ্জু বীর প্রতীক, শেখ আব্দুল মান্নান বীর প্রতীক ও বীর মুক্তিযোদ্ধা আব্দসু সামাদ পিন্টু।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
টিএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।