ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শামীম ওসমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
সপরিবারে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবারের সবাইকে নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

রোববার (৯ এপ্রিল) প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় সংসদ ভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ওই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন অনেকেই। ছবিতে প্রধানমন্ত্রীর সঙ্গে শামীম ওসমান পরিবারের সবাইকে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা যায়।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, এটা সৌজন্য সাক্ষাৎ ছিল। আমার মেয়ের ভালো ফলাফলে প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে যেতে বলেছিলেন। সেখানে তিনি সবাইকে স্নেহ করেছেন, নাতিকে অনেক আদর করেছেন। আমার নাতি তাকে পেয়ে তার মধ্যে নিজের দাদিকে খুঁজে পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, এপ্রিল ০৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।