ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
মাদারীপুরে ৩ প্রতিষ্ঠানকে ভোক্তার জরিমানা

মাদারীপুর: জেলার সদর উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার মস্তফাপুর বাজারে এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস।

 

জানা গেছে, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং অতিরিক্ত দামে বিক্রির দায়ে দুটি পোশাক এবং একটি জুতার দোকানে জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস জানান, মাহে রমজান উপলক্ষে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মূল্য তালিকা না থাকা ও বেশি দামে পণ্য বিক্রির দায়ে তিনটি দোকানে জরিমানা করা হয়। এছাড়া অন্যান্য দোকানদারদের সতর্ক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।