ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
মতলবে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর: অপরিচ্ছন্ন, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মূল্য তালিকা না থাকায় চাঁদপুরের মতলব বাজারে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৯ এপ্রিল) দুপুরে বাজার তদারকি অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।

তিনি জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে আজ মতলব বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অপরিষ্কার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর উপায়ে খাবার-ইফতার তৈরি ও বিক্রি, মূল্য তালিকা না থাকা, পণ্যের গায়ে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় আদি গান্ধী ঘোষকে পাঁচ হাজার, মিলন ঘোষকে পাঁচ হাজার, রফিক কসমেটিকসকে তিন হাজার, রফিক স্টোরকে দুই হাজার, গান্ধী ঘোষকে পাঁচ হাজার ও আরিফ বয়লারকে একহাজার টাকাসহ ছয় প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে এসব ব্যবসায়ীদের আইনগত-ভাবে সতর্ক করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশের একটি দল। ভোক্তার স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩   
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।