ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা এক লাখ টাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, জরিমানা এক লাখ টাকা

ঢাকা: গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টা থেকে ২টা পর্যন্ত গাজীপুরের পূবাইল থানাধীন মাজুখান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

 

সোমবার রাতে র‌্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা জানান, র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিএসটিআই অধিদপ্তরের প্রতিনিধিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।  

তিনি জানান, অবৈধভাবে অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই, বিস্কুট ইত্যাদি তৈরি, সি এম লাইসেন্স বিহীন, নিবন্ধন সনদ বিহীন পণ্যের মোরকজাত, বৈধ ভেরিফিকেশন সনদ বিহীন ওজন স্কেল এবং বিএসটিআই অ-অনুমোদিত ব্যতীত অপরাধে ভ্রাম্যমাণ আদালত ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এবং বিএসটিআই আইন ২০১৮ মোতাবেক রোজ টেক ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের মালিক বর্ষাকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

জরিমানার মাধ্যমে আদায়কৃত টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ রানা।  

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৩
এসজেএ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।