ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাড়তি ছুটির প্রভাব পড়েনি বাসের টিকিট বিক্রিতে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
বাড়তি ছুটির প্রভাব পড়েনি বাসের টিকিট বিক্রিতে

ঢাকা: আসন্ন ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়লেও বাসের টিকিট বিক্রিতে তেমন প্রভাব পড়েনি। যাত্রীরা ২০ এপ্রিলের পরিবর্তে ১৮ ও ১৯ এপ্রিলের টিকিট পরিবর্তন করতে চান।

তবে ঈদের টিকিট হওয়ায় পরিবর্তন করা যাচ্ছে না বলে জানিয়েছেন কাউন্টার মাস্টাররা।

মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর কল্যাণপুর আন্তঃজেলা টিকিট কাউন্টারগুলো সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা যায়।  

এ বিষয়ে কল্যাণপুর হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মো. মঞ্জু বাংলানিউজকে বলেন, ঈদের ছুটি এক দিন বাড়লেও বাড়েনি বাসের টিকিট বিক্রি। যাত্রীরা শুধু নির্দিষ্ট দিনের তারিখের টিকেট পরিবর্তন করতে চাইছেন। ক্রেতারা ২০ ও ২১ এপ্রিলের পরিবর্তে ১৮ ও ১৯ এপ্রিল টিকেট নিতে চাইছেন।

তিনি আরও বলেন, আগে যাত্রীদের চাপ ছিল ২০ ও ২১ এপ্রিলের। এখন থেকে চাপ হবে ১৮ ও ১৯ এপ্রিল তারিখে। যাত্রীরা আগের তারিখের ঈদের ছুটির টিকিট পরিবর্তন করতে চাইছেন। কিন্তু ঈদের সময় আমরা কোনো টিকিট পরিবর্তন করি না।  

ইউনিক সার্ভিস কাউন্টার মাস্টার মো. মতিন বলেন, যাত্রীরা ২০ এপ্রিলের পরিবর্তে টিকিট চাইছেন ১৮ ও ১৯ এপ্রিলের। আমরা টিকেট পরিবর্তন করতে পারছি না।

তিনি আরও বলেন, এখন ঈদের টিকেট বিক্রি অনলাইন হওয়ার কারণে টিকিট পরিবর্তন করা যাচ্ছে না। আমাদের সার্ভার থেকে অপশনটি বন্ধ আছে। ঈদের ছুটি একদিন বাড়লেও টিকিট বিক্রিতে তার কোনো প্রভাব পড়েনি। আমাদের বেচা-কেনা বাড়েনি।

ঈদের ছুটিতে সিলেট যাবেন চাকরিজীবী আব্দুল্লাহ। আগের ছুটি অনুযায়ী, ২০ এপ্রিলের টিকিট কাটেন। পড়ে ছুটি বাড়ায়, কাউন্টারে আসেন টিকিট পরিবর্তন করতে।  

তিনি বলেন, আমি ২০ এপ্রিলের টিকেট কেটেছিলাম। এক দিন ছুটি বাড়ায় ১৯ এপ্রিলের টিকেট পরিবর্তন করে নিতে এসেছি৷ অনেক অনুরোধ করে কাউন্টার মাস্টারের কাছ থেকে ১৯ এপ্রিলের টিকেট পরিবর্তন করে নিয়েছি।  

একদিন ছুটি বাড়ায় কেমন লাগছে জানতে চাইলে আব্দুললা বলেন, ছুটি বাড়ায় ভালো লাগছে। আমরা যারা গ্রামের বাড়িতে ঈদ করি, তাদের জন্য ভালো হয়েছে। পরিবার ও বাবা-মায়ের সঙ্গে বেশি সময় দেওয়া যায়।

এর আগে, সোমবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীসভা বৈঠকে ঈদুল ফিতরের ছুটি একদিন বাড়ানো হয়। ২০ এপ্রিল সরকারি ছুটি হিসেবে থাকবে। সেক্ষেত্রে ১৯ এপ্রিল শবে কদরে থেকে ছুটি শুরু হবে। এবার বুধবার ১৯ থেকে রোববার ২৩ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি পাওয়া যাবে। এর মধ্যে ২১ ও ২২ এপ্রিল পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।