ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
টেকনাফে ১ কেজি ক্রিস্টাল মেথ ও ১০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজার: কক্সবাজারে টেকনাফের নাফ নদী সীমান্তে অভিযান চালিয়ে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ১০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (১১ এপ্রিল) বিজিবির টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

তিনি জানান, সোমবার (১০ এপ্রিল) মধ্যরাতে নাফ নদীর দমদমিয়া ন্যাচার পার্ক পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে মাদকের বড় একটি চালান পাচার হবে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এক পর্যায়ে হস্তচালিত একটি নৌকায় করে দুজনকে জলসীমার শূন্যরেখা অতিক্রম করতে দেখে বিজিবির সদস্যরা থামার নির্দেশ দেন। এ সময় নৌকা থেকে তারা লাফ দিয়ে নেমে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যান।  

পরে পাচারকারিদের ফেলে যাওয়া নৌকাটি তল্লাশি করে এক কেজি ৬৯ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১০ হাজার ইয়াবা ও ২০ কেজি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদকগুলো বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে বলেও জানান মহিউদ্দীন আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।