ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মতলবে বিনামূল্যে সার-বীজ পেলেন ৬ হাজার কৃষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
মতলবে বিনামূল্যে সার-বীজ পেলেন ৬ হাজার কৃষক

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ৬ হাজার কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ২০২২-২৩ অর্থ বছরে খরিপ-১ এবং ২০২৩-২৪ মৌসুমে আউশ উৎপাদন বাড়ানোর লক্ষ্যে এ প্রণোদনা বিতরণ করা হয়।

মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরের দিকে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিনামূল্যে সার ও বীজ কৃষকদের হাতে তুলেন দেন মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল হাসানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. সালাউদ্দিন।  

অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মজিবুর রহমান।  

উপজেলার ৬ হাজার জন কৃষকের মাঝে ১০ কেজি করে এমওপি সার, ১০ কেজি করে ডিএপি সার এ উফশী আউশ বীজ ৫ কেজি করে দেওয়া হয়।  

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস বলেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই বাংলাদেশের মানুষ এখনও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ।  

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার কৃষকদের বিনামূল্যে সার-বীজ দিচ্ছে। সব ধরনের সুবিধা দোরগোড়ায় পৌঁছে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে কৃষিসামগ্রী দিচ্ছে। এমন সব সুবিধা আগে কোনো সরকার দেয়নি। তাই আওয়ামী লীগ সরকার কৃষক ও জনগণের প্রিয় সরকার। আগামী দিনে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনবে জনগণ।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।