ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বাসা থেকে বেরিয়ে তরুণী নিখোঁজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
বাসা থেকে বেরিয়ে তরুণী নিখোঁজ

ঢাকা: রাজধানীর পল্লবী থানা এলাকার বাসা থেকে বেরিয়ে নাসরিন সুলতানা (২৬) নামে এক তরুণী নিখোঁজ হয়েছেন।

গত ২৮ মার্চ সকাল ৭টার দিকে তিনি নিজ বাসা থেকে বেরিয়ে আর ফেরেননি।

তার বাবার নাম মহিউদ্দিন ও মায়ের নাম নাছিমা বেগম।

তাদের গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর থানার ডৌহাতলি গ্রামে। তিনি পল্লবীর একটি বাসায় বসবাস করতেন ও গার্মেন্টসে চাকরি করতেন।

পল্লবী থানা পুলিশ জানায়, নাসরিন সুলতানা বাসায় না ফেরায় তার স্বজনরা সম্ভাব্য সন জায়গায় খোঁজ করেন। কোথাও খুঁজে না পেয়ে তার মা নাছিমা বেগম ২ এপ্রিল পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৫) করেছেন।

তার উচ্চতা- ৫ ফুট ২ ইঞ্চি, গায়ের রং- শ্যামলা, মাথার চুল কালো ও লম্বা। বাসা থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল সালোয়ার কামিজ।

নিখোঁজ নাসরিনের সন্ধান পেলে পল্লবী থানার ডিউটি অফিসার (০১৩২০-০৪১১৮৫) বা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি-০১৩২০-০৪১১৭৮) জানানোর অনুরোধ জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, এপ্রিল ১২, ২০২৩
পিএম/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।