ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

টিফিনের টাকায় সুবিধাবঞ্চিতদের ঈদের জামা দিল শিক্ষার্থীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
টিফিনের টাকায় সুবিধাবঞ্চিতদের ঈদের জামা দিল শিক্ষার্থীরা

ঢাকা: টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদের নতুন জামা উপহার দিয়েছে শিক্ষার্থীরা।

শনিবার (১৫ এপ্রিল) বিকেলে রাজধানীর ধানমন্ডি রবীন্দ্র সরোবরে সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে ঈদের নতুন পোশাক বিতরণ করা হয়।

দেশজুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছে।

এদিন ধানমন্ডিতে ঈদের পোশাক বিতরণে উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘের উপদেষ্টা শরীফ আহমেদ। এছাড়া সংগঠনের ঢাকা জেলা শাখার সভাপতি জিয়া উদ্দিন আয়ান, সদস্য আহনাফ মাকসুদ, আশিক আরমান ও সাদিয়া ইসলামসহ অন্যরা উপস্থিত থেকে শিশুদের হাতে ঈদ উপহার তুলে দেন।

সংগঠনটি জানায়, শিক্ষার্থীদের টিফিনের টাকা বাঁচিয়ে সারাদেশে পাঁচদিনব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক বিতরণের এ কার্যক্রমটি উদ্বোধন করা হয় কুমিল্লা থেকে।

যার মাধ্যমে ধারাবাহিকভাবে সারাদেশে প্রায় দুই হাজার সুবিধাবঞ্চিত শিশুকে ঈদের নতুন জামা উপহার দেবেন তারা।

সংগঠনটির সব সদস্যই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। তারা নিজেদের একদিনের টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফুটাতে ঈদের নতুন জামা উপহার দিচ্ছেন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল জানান, গত প্রায় একযুগ ধরে টিফিনের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের পাঠদান, শিক্ষা উপকরণ বিতরণ, ঈদের নতুন পোশাক বিতরণ, মাদক ও বাল্যবিয়ে প্রতিরোধে কাজ করে আসছেন তারা।

বাংলাদেশ সময়: ২৩৫৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।