ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাফরুলে বিআরটিসি বাসের ধাক্কায় একজনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
কাফরুলে বিআরটিসি বাসের ধাক্কায় একজনের মৃত্যু

ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন পুরাতন বিমানবন্দর সড়কে বিআরটিসির দোতলা বাসের ধাক্কায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫৫ বছর।

মঙ্গলবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে পুরাতন বিমানবন্দর সড়কে রাস্তা পারাপারের সময় বিআরটিসির একটি দোতলা বাস ওই ব্যক্তিকে ধাক্কা দেয়। নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন বলে জানিয়েছে পুলিশ।

কাফরুল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রশিদ খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিকেল ৪টার দিকে পুরাতন বিমানবন্দর সড়কে রাস্তা পার হওয়ার সময় একটি দ্বিতল বিআরটিসি বাস তাকে ধাক্কা দেয়। এতে ওই ব্যক্তি মারা যান। যতটুক জানা গেছে নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। তার নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় বাসটি জব্দের পাশাপাশি বাসের হেলপারকে আটক করা হয়েছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।