ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মেঘনায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
মেঘনায় ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

নরসিংদী: নরসিংদীর মেঘনা নদীতে পানিতে ডুবে নীরব (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেলে সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতুর নিচে মেঘনা নদী থেকে মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

নিহত নীরব নরসিংদী শহরের সংগীতা এলাকার শাহিন আলমের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো।

ফায়ার সার্ভিস জানায়, দুপুরে নীরব কয়েকজন বন্ধুর সাথে নাগরিয়াকান্দি এলাকার শেখ হাসিনা সেতু সংলগ্ন এলাকায় ঘুরতে যায়। সেখানে তারা বন্ধুরা মিলে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পরে তারা সেতুর নিচে নেমে মেঘনা নদীতে হাত-মুখ ধোঁয়ার জন্য যায়। নীরব হাত মুখ ধোঁয়ার সময় নদীতে পড়ে যায়। এসময় তীব্র স্রোতের কারণে সে নদীতে তলিয়ে যায়। পরে বন্ধুরা ৯৯৯ এ কল দেয়। সেখান থেকে নরসিংদী ফায়ার সার্ভিসকে  জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টা নদীতে অভিযান চালিয়ে নীরবকে মৃত অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নরসিংদী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. রায়হান বলেন, ৯৯৯ থেকে খবর পেয়ে আমরা অভিযান চালিয়ে নদী থেকে নীরবের মরদেহ উদ্ধার করেছি। পরে মরদেহ তার মামা কাজল মিয়ার কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।