ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, স্বামী-শ্বশুর গ্রেপ্তার

মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ইফতার সামগ্রী তৈরির বিষয় নিয়ে শ্বশুর ও স্বামীর নির্যাতনের শিকার হয়েছেন এক নারী। নির্যাতনের ওই ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

কুলাউড়া পুলিশ সূত্র জানায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামে সোমবার (১৭ এপ্রিল) এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১৮ এপ্রিল) কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালেক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের সুলতানপুর গ্রামের গৃহিণী রোজিনা বেগম ইফতার সামগ্রী তৈরি করার বিষয় নিয়ে স্বামী আব্দুস সালাম ও শ্বশুর শফিক মিয়ার নির্যাতনের শিকার হন। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

তিনি আরও জানান, সোমবার রাতেই পুলিশের সহায়তায় স্বজনরা নির্যাতিতা রোজিনা বেগমকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে রোজিনা বেগমের ভাই বাবুল মিয়া বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় মামলা করেন।  

রোজিনার স্বামী এবং শ্বশুরকে গ্রেপ্তার করা হয়েছে। আরেক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।