ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
নারায়ণগঞ্জে ঈদের প্রধান জামাত সকাল ৮টায়

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। করোনার দুই বছর পর এবার স্বাস্থ্যবিধি ছাড়াই ঈদ উদযাপিত হবে নারায়ণগঞ্জে।

 

প্রয়োজন হলে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। ঈদের নামাজকে ঘিরে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

এবার ঈদের নামাজে দেড় লাখের বেশি মুসল্লির সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান।

ঈদকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে মদিনার আদলে প্যান্ডেল করে বিশাল ঈদ জামাত আয়োজনের ঘোষণা দিয়েছিলেন সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। তার ঘোষণা অনুযায়ী ইতোমধ্যে সাজানোর কাজ শেষ হয়েছে।  

ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের উপ-পরিচালক মো. জামাল হোসাইন জানান, কেন্দ্রীয় ঈদগাহে দুটি ঈদের নামাজ অনুষ্ঠিত হবে সকাল ৮টায় ও ৯টায়। এবার জেলার ৪ হাজার দুইশর বেশি মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অনেক মসজিদে একাধিক ঈদের জামাত হবে।

তিনি জানান, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের নামাজ পড়াবেন ও খুতবা করবেন নারায়ণগঞ্জ পুরাতন কোর্ট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. হাসানুজ্জামান, নারায়ণগঞ্জ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহজাহান মিয়া ও ইসলামিক ফাউন্ডেশন নারায়ণগঞ্জের মাস্টার ট্রেইনার মাওলানা কবির আহমেদ।

ঈদের নামাজের নিরাপত্তা প্রসঙ্গে জেলা পুলিশ সুপার (এসপি) গোলাম মোস্তফা রাসেল বলেন, ঈদের জামাতকে কেন্দ্র করে এখনো কোনো শঙ্কা নেই। আমরা ঈদের জামাতকেন্দ্রিক নিরাপত্তা দিয়ে থাকি। এবারও নিরাপত্তা দেব।  

তিনি বলেন, এবার আবহাওয়া কিছুটা গরম। নামাজ পড়তে এলে সাথে স্বচ্ছ পানির বোতল ও জায়নামাজ নিয়ে ঈদগাহে প্রবেশ করা যাবে। এ ছাড়া অন্যকিছু নিয়ে ঈদগাহে প্রবেশ করা যাবে না।

নারায়ণগঞ্জে এবার দেশের সবচেয়ে সুন্দর ঈদ জামাত হবে বলে আশাবাদ ব্যক্ত করে সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান বলেন, এখানে দেড় লাখ স্কয়ার ফুট জায়গা। মেইন রোডের ওপরও তাৎক্ষণিকভাবে টেন্ট করা হবে। এখানে ফ্যান লাগানো হবে। নিচে আমরা কার্পেট দিচ্ছি। আমাদের লোকজন অনেক পরিশ্রম করছে।

তিনি আরও বলেন, এই এক দেড় লাখ লোক আল্লাহর দরবারে নামাজ পড়ে হাত তুলবেন। আল্লাহ এদিন দেওয়ার জন্য বসে থাকেন। দল-মত-নির্বিশেষে সবাই আমরা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করব। সকাল ৮ টায় এখানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। যদি প্রয়োজন হয় তাহলে তাৎক্ষনিকভাবে সিদ্ধান্ত নিয়ে ঈদের আরেকটি জামাত এখানে পড়াব।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২৩
এমআরপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।