ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

জাতীয় ঈদগাহে যাতায়াতে ডিএমপির নির্দেশনা

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৩ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
জাতীয় ঈদগাহে যাতায়াতে ডিএমপির নির্দেশনা

ঢাকা: ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে যাতায়াতে ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক রমনা বিভাগ। শুক্রবার (২১ এপ্রিল) দুপুরে এ নির্দেশনা দেওয়া হয়।

ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন। রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের, বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি পেশার মানুষ এ জামাতে অংশ নেবেন বলে জানা গেছে।

ডিএমপির নির্দেশনায় বলা হয়, জিরো পয়েন্ট ক্রসিং, মৎস্য ভবন ক্রসিং, সরকারি কর্মচারী হাসপাতালের মোড়, দোয়েল চত্বর ক্রসিং, প্রেসক্লাব লিংক রোড, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পেছনের গলি, ইউবিএল ক্রসিং ও কন্ট্রোলরুম গ্যাপ এলাকার রাস্তায় ডাইভারশন থাকবে।

সাধারণ কার পার্কিংয়ের জায়গা

মৎস্য ভবন থেকে শাহবাগ, আইইবির ভেতরে পার্কিং, কার্পেট গলি, দোয়েল চত্বর ব্যারিকেডের বাইরে, ফজলুল হক হল ব্যারিকেডের বাইরে ও প্রেসক্লাব লিংক রোড ব্যারিকেডের বাইরে।

 

ভিভিআইপি/ভিআইপি কার পার্কিং

রাষ্ট্রপতি/প্রধান বিচারপতি/ভিভিআইপি: সুপ্রিম কোর্টের অভ্যন্তরে গোলচত্বরের নিকট।

মন্ত্রিপরিষদের সদস্য/ভিআইপি: ঈদগাহ ময়দানের প্রধান গেটের উত্তর পশ্চিম দিকে।

বিচারপতি: সুপ্রিম কোর্ট মাজার সংলগ্ন উত্তর পার্শ্বে।

উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা/ বিশিষ্ট ব্যক্তি/সাংবাদিক: গণপূর্তভবনের আঙ্গিনায়।

 

যানবাহন নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো কার্যকর করার বিষয়ে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বাংলাদেশ সময়: ০৭৩৯ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।