ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গরম কমাতে পারেনি শিশুদের ঈদের আনন্দ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
গরম কমাতে পারেনি শিশুদের ঈদের আনন্দ

ঢাকা: ঈদ মানেই আনন্দ। আর এ আনন্দ সবচেয়ে বেশি বিরাজ করে শিশুদের মধ্যে।

এবারও এর ব্যতিক্রম ঘটেনি। তীব্র গরম উপেক্ষা করে শিশুরা নতুন পোশাক পরে মেতে উঠেছে ঈদ আনন্দে। বাবা-মায়ের সঙ্গে নতুন পোশাক পরে দিনভর ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে।  

শনিবার (২২ এপ্রিল) রাজধানীর শাহবাগ, রমনাপার্ক, টিএসসি, যমুনা ফিউচার পার্ক, বলধা গার্ডেনসহ বিভিন্ন পাড়া-মহল্লা ঘুরে দেখা গেছে এমন চিত্র।

সকাল থেকে রাজধানীর বিভিন্ন পাড়া-মহল্লার অলিগলি ঘুরে দেখা গেছে, গরম ও রোদ উপেক্ষা করে শিশুরা তাদের খেলার সাথীদের নিয়ে বিভিন্ন পার্ক ও সড়কে ঘুরছে। কেউ খেলনা কিনছে কেউবা চটপটি-ফুচকার দোকানে ভিড় করছে। শুধু তাই নয়, শিশুদের ঈদের আনন্দ দিতে অভিভাবকরাও বের হয়েছেন সন্তানের সঙ্গে ঘুরতে।  

রমনাপার্কে বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া সুমাইয়া। সে বলে, আজ ঈদ, সারাদিন বাবা-মা, বন্ধুদের সঙ্গে ঘুরবো। সকালে দাদা ঈদ সেলামি দিয়েছে। এরপর দুপুরে মামা ঈদ সালামি দিল। এখন রমনাপার্কে ঘুরতে এসেছি। অনেক গরম তাই কয়েক বার আইসক্রিম খেয়েছি। এরপর চটপটি ও ফুচকা খেয়ে বাড়ি যাব।  

রাফি এসেছে শাহবাগের শিশুপার্ক দেখতে। কিন্তু শিশুপার্ক ও জাদুঘর বন্ধ থাকায় রমনাপার্কে এসেছে। সে বলে, এখান থেকে খেলনা ও বেলুন কিনেছি। আইসক্রিম খেয়েছি। তারপর চাচার বাসায় বেড়িয়ে রাতে বাসায় যাব।  

মা ও বন্ধুদের সঙ্গে কেরানীগঞ্জ থেকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী বলধা গার্ডেন দেখতে এসেছে আলিফা। কথা বলতেই বলে, আজ ঈদ, অনেক আনন্দ করেছি। অনেক কিছু খেয়েছি। নানুর বাসা, চাচার বাসা ও দাদার বাসায় গেছি। সবাই ঈদের সালামি দিয়েছে। সেই টাকা দিয়ে খেলনা কিনবো।  

টিএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছেলেকে নিয়ে ঘুরতে এসেছেন মাসুম মিয়া। তিনি বাংলানিউজকে বলেন, ব্যবসা করি, ছেলেদের নিয়ে ঘোরার মোটেও সময় পাই না। তাই ঈদের ছুটিতে সন্তানদের আবদারে ঘুরতে বের হয়েছি। ঈদ আনন্দ সবার, তাও যদি পরিবারের সবার সঙ্গে ঈদ উদযাপন করা যায় তাহলে এ চেয়ে সুখকর আর কিছু হতে পারে না।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
জিসিজি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।