ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে জামাই খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের ইটনা উপজেলায় শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ইব্রাহিম মিয়া (২২) নামে এক ব্যক্তি খুন হয়েছেন।  
শনিবার (২২ এপ্রিল) উপজেলার রায়টুটি ইউনিয়নের ঘরা গ্রামের শ্বশুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

 নিহত ইব্রাহিম মিয়া (২২) উপজেলার রায়টুটি ইউনিয়নের ঘরা গ্রামের নূরুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে দুইদিন আগে ইব্রাহিম মিয়া বাড়িতে আসেন। ঈদের নামাজ শেষে বাড়ি থেকে বের হয়ে পাশের এলাকা শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন ইব্রাহিম। এ সময় পূর্ব বিরোধের জের ধরে রাস্তায় একই গ্রামের ধনু মিয়ার ছেলে ও তার আত্মীয়রা ইব্রাহিমকে মারধর করেন। এরপর সেখান থেকে কোনো ধরনের রক্ষা পেয়ে ইব্রাহিম শ্বশুরবাড়িতে আশ্রয় নেন। কিছুক্ষণ শ্বশুরবাড়িতে অবস্থান করেন। পরে অন্য রাস্তায় বাড়ি ফিরছিলেন তিনি। সেখানে তাকে পেয়ে আবারও হামলা করে এবং দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তারা। এতে ইব্রাহিম গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম মোল্লা বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, এপ্রিল ২২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।