ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ: হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় হাতির পায়ে পিষ্ট হয়ে ফরজুল ইসলাম (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। শনিবার (২২ এপ্রিল) বিকেলে উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফরজুল ইসলাম গ্রামের ফজর আলীর (মৃত) ছেলে। হালুয়াঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুজ্জামান খান এ তথ্য নিশ্চিত করেছেন।

গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বলেন, বিকেলে ভারতীয় পাহাড় থেকে হাতির পাল নেমে এসে ধান ক্ষেতের ক্ষতি করছিল। এ সময় ফরজুল হক স্থানীয় লোকজন সাথে নিয়ে হাতি তাড়াতে যায়। এক পর্যায়ে হাতির পাল তাদের তাড়া করে। এ সময় অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু ফরজুল হক হাতির পায়ে পিষ্ট হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধারে করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু পথে ফরজুলের মৃত্যু হয়।

ওসি মো. শাহীনুজ্জামান খান এসব তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনি ব‍্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে গত ১৯ এপ্রিল উপজেলা দক্ষিণ মাইজপাড়া গ্রামে হাতির পায়ে পিষ্ট হয়ে সুমন মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।