ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ২ বাইকের সংঘর্ষে যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
চুনারুঘাটে ২ বাইকের সংঘর্ষে যুবক নিহত ছবি: প্রতীকী

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চানপুর চা বাগানের পাশে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মিন্টুস গোপ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও পাঁচজন।

সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মিন্টুস গোপ হবিগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর গ্রামের মৃত মনোরঞ্জন গোপের ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, সন্ধ্যার দিকে চানপুর চা বাগানের পাশে ফাঁকা রাস্তায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে মিন্টুস গোপ নামে এক যুবকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় দুই মোটরসাইকেলের আরও পাঁচ আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুজনকে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।