ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফিরতি যাত্রীদের বাড়তি চাপ ভোলার বিভিন্ন লঞ্চঘাটে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
ফিরতি যাত্রীদের বাড়তি চাপ ভোলার বিভিন্ন লঞ্চঘাটে

ভোলা: ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ফিরতি যাত্রীদের চাপ বেড়েছে ভোলার বিভিন্ন লঞ্চঘাটে।

তবে যাত্রীদের তুলনায় নৌযান কম। আর এ কারণেই অতিরিক্ত যাত্রী হয়েই পাড়ি দিতে হচ্ছে অনেককে।

যাত্রীদের অভিযোগ, ধারণক্ষমতার বেশি যাত্রী পারাপার করায় দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। নৌযানের জন্য ঘণ্টার পর ঘণ্টা ঘাটে অপেক্ষা করতে গিয়ে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে।

বুধবার (২৬ এপ্রিল) ইলিশা ঘাটে গিয়ে জানা গেল, প্রিয়জনদের সাথে ঈদ উদযাপন করে কর্মস্থলে ফিরছেন ভোলাসহ দক্ষিণাঞ্চলের লাখো মানুষ। তাদের বেশীরভাগ মানুষের গন্তব্য রাজধানী ঢাকা ও চট্টগ্রাম। প্রয়োজনের তুলনায় নৌযান কম থাকায় অতিরিক্ত যাত্রী নিয়ে চলছে বিভিন্ন নৌযান। দীর্ঘ অপেক্ষায় পোহাতে হচ্ছে দুর্ভোগ। কেউ কেউ আবার বাধ্য হয়ে ছুটছেন ছোট ছোট ট্রলার ও স্পিডবোটে।  

যাত্রী সাবরিনা হোসেন, ইউসুফ ও রাজিব মাহমুদ জানান, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে তারা গ্রামে এসেছিলেন। এখন কর্মস্থলে যাবেন। আসার সময় দুর্ভোগ পোহাতে হয়েছিল। ফেরার সময়ও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ভোলা নৌ পুলিশের ইনচার্জ আখতার হোসেন বলেন, যাত্রীদের নিরাপত্তা এবং হয়রানি বন্ধে অভিযান চলছে। নৌযানগুলো যাতে কোনোভাবেই অতিরিক্ত যাত্রী নিয়ে পার হতে না পারে সেজন্য প্রত্যেকটি ঘাটে অভিযান রয়েছে।

ভোলা থেকে ঢাকা ও লক্ষীপুর রুটে চলছে ১০টি লঞ্চ ও তিনটি সি ট্রাক। ঈদের ছুটির পর ভোলার পাঁচ লাখ মানুষ ফিরছে কর্মস্থলে।

বাংলাদেশ সময়: ০৮৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।