ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে ভূমিবিরোধ: ফজলে করিমের নেতৃত্বে প্রতিনিধিদল 

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
বান্দরবানে ভূমিবিরোধ: ফজলে করিমের নেতৃত্বে প্রতিনিধিদল  ...

চট্টগ্রাম: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর তিনটি পাড়ার প্রায় ৪০০ একর জুম ভূমি নিয়ে একটি পাবলিক রাবার কোম্পানির সঙ্গে বিরোধ সৃষ্টি হয়। ২০২২ সালের এপ্রিলে ইজারা নেওয়া হয়েছে—এমন দাবিতে ডলুছড়ি মৌজার ম্রো ও ত্রিপুরা জনগোষ্ঠীর ওই জুম ভূমির ফসল ও গাছপালা পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে লামা রাবার ইন্ডাস্ট্রিজ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

বিষয়টি সরকারের দৃষ্টি গোচর হলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি'র ২ নম্বর সাব কমিটির আহবায়ক এবিএম ফজলে করিম চৌধুরীকে আহবায়ক করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

বুধবার (২৬ এপ্রিল) তদন্ত কমিটির আহবায়কের নেতৃত্বে অন্যান্য সদস্য ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজার বিরোধীয় ভূমি পরিদর্শন করে স্থানীয় লোকজনের সঙ্গে মতবিনিময় করেন। এসময় ম্রো ও ত্রিপুরা সম্প্রদায়ের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বাসন্তী প্রভা চাকমা, রাবার বোর্ডের চেয়ারম্যান সরোয়ার জাহান, বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি, ও পুলিশ সুপার তারেকুল ইসলাম, লামা উপজেলা চেয়ারম্যান, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা, লামা থানার অফিসার ইনচার্জসহ বিভিন্ন সরকারি-বেসরকারি পদস্থ কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।