ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ মিনারে বাঁশ রাখায় আ.লীগ নেত্রীকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, মে ১, ২০২৩
শহীদ মিনারে বাঁশ রাখায় আ.লীগ নেত্রীকে জরিমানা

টাঙ্গাইল: শহীদ মিনারে বাঁশ রাখার অভিযোগে বৈশাখী মেলা উদযাপন কমিটির পরিচালক ও টাঙ্গাইলের সখীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

সোমবার (১ মে) দুপুর ১২টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, স্থানীয় প্রশাসনের আয়োজনে উপজেলা মাঠে ঈদের দিন থেকে সাত দিনব্যাপী বৈশাখী মেলা চলছিল। এসএসসি পরীক্ষার শুরু হওয়ায় কারণে ২৯ এপ্রিল মেলাটি বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। মেলা বন্ধ হওয়ায় স্টলের ব‍্যবহৃত বাঁশ শহীদ মিনারে রাখায় মহান মে দিবস উপলক্ষে উপজেলা শ্রমিক নেতারা শহীদ মিনারে ফুল দিতে না পারায় বিষয়টি সবার নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা ও ডেকোরেটরের মালিক ফেরদৌসকে ১০ হাজার টাকা জরিমানা করেন।  

মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রওশন আরা রিতা বলেন, উপজেলা মাঠে ৭ দিনব্যাপী বৈশাখী মেলা শেষে রোববার শহীদ মিনারের কাছে মাঠে বাঁশগুলো রাখা হয়েছিল। কে বা কারা বাঁশ শহীদ মিনারে রেখেছে আমি জানি না।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আলম বলেন, শহীদ মিনারে মেলায় ব‍্যবহৃত বাঁশ রাখার অভিযোগে মেলা উদযাপন কমিটির পরিচালক ও ডেকোরেটরের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ০১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।