ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ১, ২০২৩
‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই’

ঢাকা: শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই শেখ হাসিনার সরকার উন্নত বাংলাদেশ গড়তে চায় বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

সোমবার (১ মে) দিনাজপুরের বোচাগঞ্জে জয়বাংলা ভাস্কর্যের পাদদেশে সম্মিলিত শ্রমিক ঐক্য পরিষদ আয়োজিত মহান মে দিবসের বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, আমাদের সবাইকে ঐক‍্য ধরে রাখতে হবে। বিভিন্ন সমস্যা আলোচনার মধ‍্য দিয়ে সমাধান করতে হবে। আলোচনার কোনো বিকল্প নেই। কারণ বাংলাদেশ স্বাধীন দেশ। আর লড়াই করব না। এখন এ দেশকে আমরা এগিয়ে নেব। বঙ্গবন্ধু স্বাধীন দেশ দিয়েছেন। এ দেশ আর কেউ দখল করতে পারবে না। এ দেশ সোনার বাংলা হবে। ২০৪১ সাল নাগাদ বাংলাদেশকে একটি মানসম্পন্ন দেশের কাতারে নিয়ে যেতে পারব তখন মহান মে দিবসের যে তাৎপর্য সেটি বাস্তবায়ন হবে। শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত হবে। মহান মে দিবসের অঙ্গিকার বাস্তবায়ন হবে। বর্তমান সরকার সমন্বিত উন্নয়নের লক্ষ‍্যে কাজ করছে। শ্রমিকদের বাদ দিয়ে বাংলাদেশের কোনো উন্নয়ন হতে পারে না। শ্রমিক অধিকার প্রতিষ্ঠিত হবেই। আমরা শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়েই উন্নত বাংলাদেশ গড়তে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রমিকদের উন্নয়নে যে নীতিমালা তৈরি করেছেন তা অতীতের কোনো সরকার করেনি।

প্রতিমন্ত্রী বলেন, মে দিবসের সংগ্রাম এখনও শেষ হয়নি। এ সংগ্রাম নিরব। এক সময়ে একজন শ্রমিক এক বেলা ভাতের জন্য সারাদিন পরিশ্রম করেছেন। কিন্তু সেই চিত্র এখন আর নেই। দিন বদলে গেছে, বাংলাদেশে বদলে গেছে। এ দিনবদলের অন্যতম কারিগর হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মানুষের জীবনযাত্রার মান বাড়ার পাশাপাশি শ্রমিকদের মজুরিও বেড়েছে। বাংলাদেশকে বলা হত দরিদ্র পীড়িত দেশ। এ দেশের দারিদ্র্যতাকে বিক্রি করে নোবেল পুরস্কার নেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষের দারিদ্র্যতাকে দূর করতে পারেনি। বাংলাদেশের দারিদ্র্যতা দূর করতে হলে বাংলাদেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের দারিদ্র্যতার ছবি নিয়ে ইউরোপ-আমেরিকায় আমি মহান হব, এ মহানুবতা আমরা চাই না। বঙ্গবন্ধু বলেছিলেন আমি প্রধানমন্ত্রীত্ব চাই না, অধিকার চাই। আজকেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা দেশের মানুষের জীবনমানের উন্নয়ন চাই। এ জীবনমান উন্নয়নের ধারাবাহিকতায় একজন প্রবাসীকে তার মায়ের চিঠির জন্য আর অপেক্ষা করতে হয় না, এখন মোবাইলে সকাল-সন্ধ্যা মায়ের খোঁজখবর নেওয়া যায়।  

তিনি দিনাজপুরের একমাত্র ভারি শিল্প সেতাবগঞ্জ চিনিকল দ্রুত সময়ে নতুন ব্যবস্থাপনায় চালু করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ চিনিকল নিয়ে অনেক রাজনীতি হয়েছে, আমরা সেই রাজনীতি থেকে বের হয়ে এসেছি। নতুনভাবে এ চিনিকলটি দ্রুত সময়ে চালুর ব্যবস্থা করা হবে।

এ সময় প্রতিমন্ত্রী বোচাগঞ্জ উপজেলা শ্রমিক ট্রেড ঐক‍্য পরিষদ আয়োজিত র‍্যালিতে অংশ নেন।

এছাড়া খালিদ মাহমুদ চৌধুরী দুপুরে দিনাজপুরের বিরল বাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস উপলক্ষে বিরল উপজেলার সব সম্মিলিত শ্রমিক সংগঠন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বিরল উপজেলা সম্মিলিত শ্রমিক সংগঠন আয়োজিত র‍্যালিতে অংশ নেন। এরপর তিনি বিকেলে দিনাজপুরের বোচাগঞ্জে মহেশপুর আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাঁওতাল বিদ্রোহের স্মৃতি ভাস্কর্য ‘সিধু-কানু’ উদ্বোধন করেন।  

বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন- বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছন্দা পাল, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মো. আসলাম. উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আফছার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, শ্রমিক নেতা মানিকুল ইসলাম, মুক্তা, মো. আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, মে ০১, ২০২৩
এসকে/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।