ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকার কাজলারপার ঝিল থেকে উদ্ধার হওয়া নারী মরদেহের পরিচয় মিলেছে। তার নাম বিলকিস বেগম (৯০), মানসিক ভারসাম্যহীন ছিলেন।
মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে স্বজনরা পরনের পোশাক দেখে তার নাম-পরিচয় নিশ্চিত করেছেন। এরপর যাত্রাবাড়ী থানা পুলিশ তাদের কাছে মরদেহটি হস্তান্তর করেছে।
এর আগে গত ৩০ এপ্রিল দুপুরে কাজলারপার স্কুলগলির ঝিল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
নাতনি ইয়ানুর বেগম জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার মিজমিজি আব্দুল আলীরপুল এলাকায় মেঝ ছেলে আবু তাহেরের বাসায় থাকতেন বিলকিস বেগম। ২-৩ বছর যাবত মানসিক সমস্যায় ভূগছিলেন। এর আগেও ৪ বার বাসা থেকে একাই চলে গিয়েছিলেন। বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে তাকে বাসায় নিয়ে আসা হয়েছিল।
তিনি জানান, সবশেষ গত ১৩ এপ্রিল সকাল ৬টার দিকে বাসা থেকে একাই বেরিয়ে যান বিলকিস বেগম। এরপর এলাকায় খোঁজা হয় তাকে। না পেয়ে পরদিন সিদ্ধিরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে পরিবার। পরে আজ (২ মে) তারা যাত্রাবাড়ী থানায় যান। সেখানে পুলিশের কাছে থাকা ছবিতে পরনের কাপড় দেখে নিশ্চিত হন, এটি বিলকিস বেগমের মরদেহ। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, কিংবা যাত্রাবাড়ীর কাজলারপার এলাকায় কীভাবে এসেছিলেন সে বিষয়ে কিছু জানাতে পারেননি তারা।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির হোসেন জানান, মরদেহটি যখন উদ্ধার করা হয় তখন তা পঁচে-ফুলে গিয়েছিল। সেজন্য তার চেহারা দেখে চেনার উপায় ছিল না। সেদিন অজ্ঞাতনামা হিসেবে মর্গে রাখা হয়। আজ তার পরিবারের লোকজন মরদেহটি সনাক্ত করতে পেরেছেন। তার পরনের সালোয়ার-কামিজ, গলার তাবিজ দেখে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সেজন্য মরদেহটি তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, ওই বৃদ্ধার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার ওসমানগঞ্জে, স্বামীর নাম মৃত সিরাজুল হক। ৩ ছেলে ও ৩ মেয়ের জননী ছিলেন তিনি।
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, মে ২, ২০২৩
এজেডএস/এমএমজেড