ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি আরবে লোহারপাত মাথায় ঢুকে প্রাণ গেল হাবিবের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, মে ৩, ২০২৩
সৌদি আরবে লোহারপাত মাথায় ঢুকে প্রাণ গেল হাবিবের

ফরিদপুর: সৌদি আরবে পুরাতন ঘর ভাঙতে গিয়ে লোহারপাত ছিটকে মাথায় ঢুকে হাবিবুর রহমান হাবিব (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত হাবিব ফরিদপুরের ভাঙ্গার কাউলীবেড়া ইউনিয়নের পড়ারন গ্রামের নুরুল হক খালাশির ছেলে।



বুধবার (৩ মে) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

হাবিবের মৃত্যুর খবর তার গ্রামের বাড়িতে এলে স্ত্রী ও বাবা-মাসহ আত্মীয় স্বজনরা কান্নায় ভেঙে পড়েন এবং তারা বার বার মূর্ছা যাচ্ছেন।  নিহতের একটি ছয় বছরের ছেলে আছে।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৮ সালে হাবিব পরিবার পরিজন ছেড়ে স্বপ্নপূরণের লক্ষ্যে মরুভূমির দেশ সৌদি আরবের রিয়াদে পাড়ি জমান। সেখানে চার বছর চাকরি করে ভালো টাকা রোজগার করেন তিনি। এরপর হাবিব বাংলাদেশে এসে তিন মাস আগে আবারও সৌদি আরবে চলে যান। এবার হাবিব দেশে ফিরবেন লাশ হয়ে।

সৌদি আরব থেকে হাবিবের বন্ধু রুবেল বাংলানিউজকে জানান, আজ হাবিব প্রতিদিনের মতো স্ক্রাপের কাজের জন্য বাসা থেকে বের হয়। রিয়াদের আল খারিজ নামক একটি জায়গায় বাংলাদেশ সময় আনুমানিক দুপুর ২টায় পুরাতন ঘর ভাঙছিল হাবিব। এ সময় হঠাৎ ছিটকে একটি লোহারপাত হাবিবের মাথায় ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের বাবা নুরুল হক খালাশি কান্নারত কন্ঠে জানান, আমার কলিজার টুকরা ছেলেকে আমার কাছে ফিরিয়ে দাও। প্রধানমন্ত্রী কাছে আকুল আবেদন দ্রুত আমার ছেলের মরদেহ বাংলাদেশে আনার ব্যবস্থা করে দিন।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, মে ০৩, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।