ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে আইন সংস্কারের প্রস্তাব দেবেন ফায়ার সার্ভিস ডিজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, মে ৪, ২০২৩
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে আইন সংস্কারের প্রস্তাব দেবেন ফায়ার সার্ভিস ডিজি ছবি: জিএম মুজিবুর 

ঢাকা: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেতে অগ্নি নির্বাপন আইন- ২০০৩ সংস্কারের প্রস্তাব করা হবে।  

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (বিএফডিসি)

অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বাড়াতে এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডিবেট ফর ডেমোক্রেসিরে এই বিকর্ত প্রতিযোগিার আয়োজনে করে।  

ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেন, রাজউক বিল্ডিং কোডের সঙ্গে অগ্নি নির্বাপন আইন সাংঘর্ষিক। এটিও সংস্কার করা জরুরি। ফায়ার সার্ভিস ছয়তলার ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলি কিন্তু রাজুক ১০ ওপরের ভবনগুলোকে বহুতল ভবন বলে। এই তথ্যটি সংস্কার করতে হবে। রাজুক কোনো ভবন তৈরিতে নিষেধাজ্ঞা দেয়নি। ২০২২ সালে যে আইনটি পাস হয়েছে সেটি এরই মধ্যে পুরাতন হয়ে গেছে। বিএমডিসি কোড আমাদের মডিফাই করতে হবে।  

তিনি বলেন, অগ্নি নির্বাপন আইন- ২০০৩ অনুযায়ী আমরা নোটিশ ও মামলা দিতে পারি। এই আইনের আদলে সর্বোচ্চ সাজা তিন বছর। এটিকে অবশ্যই সংস্কার করার প্রয়োজন রয়েছে, দ্রুতই এটি করার উদ্যোগ নেওয়া হবে।  

বঙ্গবাজার অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের অফিসে হামলা ও গাড়ি ভাঙচুরে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, মামলা করা হয়েছে। হামলাকারীদের চিহ্নিত করা হয়েছে। আইনের প্রক্রিয়ায় আছে। বিচারাধীন বিষয় আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না।  

তিনি বলেন, হামলায় ১৪টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। যার এক একটি গাড়ির দাম ৮ কোটি টাকা। এই গাড়িগুলো ভাঙা হয়েছে যে গাড়ি দিয়েই আমরা মানুষের পাশে দাঁড়াই।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ০৪, ২০২৩ 
এমএমআই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।