ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১০

মাদারীপুর: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।  

বৃহস্পতিবার (৪ মে) সকালে মাদারীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের চরখাগদী এলাকায় এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- চরখাগদী এলাকার মৃত মতিউর বেপারীর স্ত্রী মাকসুদা বেগম (৫৫) ও তার ছেলে আরাফাত বেপারী (২৮), মৃত আব্দুল জলিল মাতুব্বরের ছেলে বোরহান মাতুব্বর (৫০), খালেক মৃধার ছেলে রকিব হোসেন মৃধা (৪৫), লুৎফর মৃধার ছেলে তৌহিদুর রহমান ফাহিম (২৮) ও হালিম শিকদারের ছেলে রাজিব শিকদার (৩২)। এছাড়া আরও চারজন আহত হয়েছেন।  

জানা গেছে, পৌরসভার চরখাগদী এলাকার আরাফাত বেপারীর সঙ্গে একটি রাস্তা নির্মাণের জায়গা নিয়ে একই এলাকার রকিব হোসেন মৃধার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে ওই বিরোধপূর্ণ জায়গায় আরাফাত বেপারী তার লোকজন নিয়ে ঘর নির্মাণ করতে গেলে বাধা দেন প্রতিপক্ষ রকিব বেপারী ও তার পরিবারের লোকজন।  

এ সময় উভয়পক্ষের লোকজন বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন উভয়পক্ষের অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহতাবস্থায় রকিব, বোরহান ও তৌহিদুর বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় একপক্ষ আরাফাত বেপারী বলেন, আমরা বাড়িতে প্রবেশ করার রাস্তার জায়গা রেখেই নিজেদের জায়গায় আমরা ঘর নির্মাণ করছিলাম। কিন্তু প্রতিবেশী রাকিব মৃধা তার লোকজন নিয়ে আমাদের ঘর নির্মাণে বাধা দেন এবং হামলা করেন।

আরেক পক্ষ রকিব মৃধা বলেন, আমাদের এই জায়গাটি নিয়ে বিরোধ চলছিল। তারা আমাদের চলাচলের জায়গা নিজেদের দাবি করে ঘর নির্মাণ করার চেষ্টা করছিলেন। স্থানীয় মাতুব্বররা এই জায়গার বিষয়ে আগামী শুক্রবার মিমাংসা করে দেবে বলেছে। যেটা আরাফাত বেপারীও মেনে নিয়েছিল। কিন্তু বৃহস্পতিবার হঠাৎ করেই সেই জায়গায় ঘর নির্মাণ শুরু করে আরফাত ও তার পরিবারের লোকেরা। আমরা নিষেধ করার কারণে তারা আমাদের ওপর হামলা করে। আমরা এ ঘটনার তদন্তপূর্বক বিচার দাবি করছি।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা ডা. মুমতাহিনা মৌরি বলেন, আহতাবস্থায় কয়েকজন সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করে রাখা হয়েছে।  

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।