ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সুদান প্রবাসীদের একটি গ্রুপ অসহযোগিতা করছে: শাহরিয়ার আলম

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মে ৪, ২০২৩
সুদান প্রবাসীদের একটি গ্রুপ অসহযোগিতা করছে: শাহরিয়ার আলম

ঢাকা: সুদান প্রবাসীদের একটি গ্রুপ দেশে  ফেরা নিয়ে  অসহযোগিতা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র  প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।  

দেশে ফিরতে তিনি তাদের অসহযোগিতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (৪ মে) ফেসবুকে তিনি এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী জানান,  ৬৭৫ জন পোর্ট সুদানে পৌঁছেছেন। যাদের পাসপোর্ট নেই তাদের ট্রাভেল পারমিট সরবরাহ করা হয়েছে। আমরা প্রথম পর্যায়ে নারী, শিশু এবং অসুস্থদের জাহাজে আসন সংখ্যা অনুসারে জেদ্দার উদ্দেশ্যে পাঠাবো। বাকিরা পরবর্তী জাহাজে রওনা হবেন। প্রতিনিয়ত জাহাজ ছাড়ছে। কোনো সমস্যা হবে না।

উপস্থিত সবাইকে আমাদের কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি খার্তুম থেকে রওনা হওয়ার সময় থেকে একটি গ্রুপ আমাদের সহযোগিতা না করে প্রতিবন্ধকতা তৈরির চেষ্টা করছে। আমাদের কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের প্রত্যাবর্তনে কাজ করছেন। দয়া করে অসহযোগিতা করা থেকে বিরত থাকবেন। আমাদের কর্মকর্তাদের নির্দেশনা যারা মানবেন না তাদের বিরুদ্ধে বাংলাদেশে ফেরার পরে আইনানুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হতে পারে। কয়েকজনের জন্য সবার জীবন নিরাপত্তা ঝুঁকিতে আমরা ফেলবো না।

বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, মে ০৪, ২০২৩
টিআর/এএটি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।