ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন আরাভ খান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
ফেসবুক লাইভে সাংবাদিকদের ওপর ক্ষোভ ঝাড়লেন আরাভ খান ফেসবুক লাইভে আরাভ খান।

ঢাকা: ফেসবুক লাইভে এসে আবারো আলোচনায় পুলিশ কর্মকর্তা মামুন খান হত্যা মামলায় পলাতক আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান। দীর্ঘদিন পর হঠাৎ লাইভে এসে জানালেন, ১ মাস ৭ দিন ইন্টারপোলের হেফাজতে জেলে ছিলেন।

পুলিশ হত্যার মামলায় তার জড়িত থাকার বিষয়টি সামনে আনা এবং ৩৭ দিন দুবাইতে জেলে থাকায় সাংবাদিকদের দায়ী করে ক্ষোভ ঝেড়েছেন দেখে নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৪ মে) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় তার ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ কথা বলেন।

ফেসবুক লাইভে আরাভ খান বলেন, অনেকে বলেছে আমি দুবাই ছেড়ে পালিয়েছি। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমি পালানোর লোক না। আমি চুরি করি নাই, আমি কেন পালাব। আমার নামে যখন ইন্টারপোলের রেড অ্যালার্ট জারি হয়, তখন তারা আমাকে ফোন করে। আমাকে ফোন করে জানায় যে তাদের কাছে আমার নামে একটি ফাইল এসেছে। ইন্টারপোল বলেছে তারা আমাকে গ্রেফতার করবে।

তবে তারা বলেছে গ্রেফতার করার থেকে আপনি আমাদের কাছে এলে সব থেকে ভালো হবে। তখন আমি দেখলাম পালিয়ে গেলে তারা আমাকে গ্রেফতার করবে। কিন্তু আমি কেন পালাব, আমি তো কোনো চোর না। আমাকে ইন্টারপোল নিয়ে গেল, সেখানে রাখল ১ মাস ৭ দিন। আমার জীবন থেকে ১ মাস ৭ দিন চলে গেছে ইন্টারপোলের জেলে। সেখানে আমি অনেক বড় বড় আসামিদের সঙ্গে জেল খেটেছি।

আরাভ খান বলেন, বিনা অপরাধে আমাকে ৩৭ দিন জেল খাটানো হয়েছে। সেখানে সারা বিশ্বের বিভিন্ন মাফিয়ার সঙ্গে পরিচয় হয়েছে। একটা দিকে ভালো হয়েছে, সারা বিশ্বের বড় বড় মাফিয়াদের সঙ্গে আমার পরিচয় হয়েছে।

আমার বিরুদ্ধে মিথ্যা রটানো হয়েছে। সেজন্য আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এসব কারণে আমার ব্যবসার অনেক ক্ষতি হয়েছে। তবে এসব করে আমার বিনামূল্যে বিজ্ঞাপন হয়ে গেছে। এখন বিজ্ঞাপণ ছাড়াই সবাই আমাকে চিনে, দোকান খোলার পর কাস্টমারের অনেক ভিড়।

বাংলাদেশ সময়: ০২৩৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।