ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে গাঁজা-ফেনসিডিলসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, মে ৫, ২০২৩
ভৈরবে গাঁজা-ফেনসিডিলসহ কারবারি আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় অভিযান চালিয়ে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিলসহ জাহাঙ্গীর হোসেন (৩০) নামে এক মাদককারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শুক্রবার (৫ মে) দুপুরে র‌্যাব-১৪, সিপিসি-২ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটক জাহাঙ্গীর ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার হোসেনপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল ৬টার দিকে ভৈরবের দুর্জয় মোড় এলাকায় পিকআপভ্যানসহ মাদককারবারি জাহাঙ্গীর হোসেনকে আটক করা হয়। এ সময় গাড়িটি তল্লাশি করে ৪০ কেজি গাঁজা ও ২৫০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ও ফেনসিডিল দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করছিলেন বলে স্বীকার করেছেন। এ ঘটনায়  জাহাঙ্গীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মে ০৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।