ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, মে ৫, ২০২৩
সিরাজগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা তদন্তে কমিটি

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মালবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে।  

শুক্রবার (৫ মে) রাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় ব্যবস্থাপক শাহ সুফি নূর মোহাম্মদ এ তদন্ত কমিটি গঠন করেন।

 

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেনকে প্রধান করে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল, বিভাগীয় মেকানিকাল ইঞ্জিনিয়ার (লোক) আশিষ কুমার মণ্ডল ও বিভাগীয় সংকেত প্রকৌশলী রাজিব বিল্লাহ।  

পশ্চিমাঞ্চল রেলওয়ের বিভাগীয় প্রকৌশলী-২ বীরবল মণ্ডল তদন্ত কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করে বলেন, বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তের জন্য চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।  

এর আগে দুপুর ২টার দিকে উল্লাপাড়া স্টেশন মালবাহী ট্রেন সান্টিং করার সময় (লাইন পরিবর্তন) এর দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর-দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় ছয় ঘণ্টা পর রিলিফ ট্রেন আসার পর উদ্ধারকাজ শুরু হয়। রিলিফ ট্রেন পৌনে এক ঘণ্টা চেষ্টার পর বগি দুটি উদ্ধার করে।

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, মে ০৫, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।